বাগাতিপাড়ায় কর্মকর্তার বিরুদ্ধে সেবা গ্রহিতাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলার অভিযোগ

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ওএমএস সংক্রান্ত সেবা চাওয়ায় এক সেবা গ্রহিতাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মোতালেব আলী পান্না নামের এক সেবাগ্রহিতা লিখিত অভিযোগ করেছেন। তবে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। মোতালেব আলী পান্না বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর মহল্লার মুক্তার হোসেনের ছেলে। অভিযোগে পান্না জানান, রোববার দুপুর আড়াইটায় তিনি বাগাতিপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান কর্মকর্তার কক্ষে যান। সেখানে সালাম বিনিময়ের পর তিনি ওএমএসের ফরম বিষয়ে কর্মকর্তার সাথে কথা বলেন। এসময় ওই কর্মকর্তা সেখানে থাকা অন্যদের সামনে সেবাগ্রহিতা পান্নাকে অফিসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন। এরপরেই ফরম দেওয়া হবে বলে ওই কর্মকর্তা তাকে জানান। এতে সেবাগ্রহিতা পান্না মানক্ষুন্নের অভিযোগ এনে ওই কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম মামুনুর রহমান বলেন, তার দপ্তরে ওএমএস সংক্রান্ত বর্তমানে কোন ফরম দেওয়া হচ্ছে না। অভিযোগকারী সেবাগ্রহিতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাদের ওভারটেক করে ফরম চান। সেকারনে তাকে লাইনে দাঁড়াতে বলেছেন মাত্র। তাছাড়া একজন কর্মকর্তা হয়ে তিনি কোন সেবাগ্রহিতাকে কান ধরে দাঁড়িয়ে থাকার আদেশ করতে পারেন না বলে জানান।
এ ব্যাপারে ইউএনও অনামিকা নজরুল বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তিনি খাদ্য দপ্তরের জেলা কর্মকর্তাকে অবহিত করেছেন।