দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন মাহমুদউল্লাহ। আজ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন ২৮ বছর বয়সি ক্রিকেটার। এই ম্যাচে দেশের জার্সিতে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দল।
ম্যাচ শুরুর আগেই দলের পক্ষ থেকে মাহমুদউল্লাহর হাতে স্মারক তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন সবার আগেই মাঠে নেমেছেন তিনি।
ভারত বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর এই ফরম্যাটকে বিদায় বলে দেন মাহমুদউল্লাহ। এই সিরিজের তৃতীয় ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি হতে পারে বলে জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, দেশের হয়ে নিজের ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন ২ হাজার ৪৩৬ রান। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। নিজের শেষটা কেমন রাঙাতে পারেন হায়দরাবাদের মাঠে, এখন সেটাই দেখার অপেক্ষা।