ঈশ্বরদীর আরামবাড়ীয়ায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে-মন্দিরে মতবিনিময়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাগত। আগামী ২ সেপ্টেম্বর বুধবার ভোরে অমাবস্যা তিথিতে মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা প্রচারিত হবে। এবারের পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নের্তৃত্বে উপজেলার মন্দিরে-মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারবাহিকতায় রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়ায় পূর্বপাড়া শিব-দুর্গা মন্দির, বাজারপাড়া দুর্গা মন্দির, মধ্যপাড়া বারোয়ারী দুর্গা মন্দির ও রায়পাড়া দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন মেহেদী হাসান। সমন্বয় করেন গোবিন্দ চৌধুরী।

এসময় মন্দিরের নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করে মেহেদী হাসান বলেন, আমার বড় ভাই পৌর বিএনপির সভাপতি জাকারিয়া পিন্টুর নির্দেশে উপজেলার মন্দিরে-মন্দিরে মতবিনিময় করছি। মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন খবর পেলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি আমরাও তৎপর রয়েছি।

স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা যেন সুষ্ঠুভাবে পূজা করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কোন ঝামেলা সৃষ্টি হলে আপনারা দলবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করবেন না। দুই-একজন মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। না হলে আমাকে জানাবেন।

মেহেদী আরও বলেন, দুর্গা পূজায় যেন কোন ঝামেলা না হয় সেজন্য আমরা একটি হোয়াটসআপ গ্রুপ খুলেছি। পূজার সকল কর্মকান্ড এবং সমস্যা হলে ছবি তুলে গ্রুপে ম্যাসেজ দিবেন।

এসময় পূর্ব পাড়া মন্দির কমিটির সভাপতি সঞ্জয় সরকার, সম্পাদক জগন্নাথ সরকার, মধ্যপাড়া বারোয়ারী দুর্গা মন্দির অনঙ্গ কুন্ডু, অমল সরকার, সুকুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক নাথুরাম কুন্ডু, সাংবাদিক সুমন পাল প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় ঈশ্বরদী উপজেলা ও সাঁড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।