ইয়ানূর রহমান : একটি প্রতারক চক্র যশোর জেনারেল হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। বিভিন্ন ফেসবুর আইডি, পেইজ ও গ্রুপে এর আগেও চলতি বছরের এপ্রিল ও জুনে একই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। বিজ্ঞপ্তির ধরন একই থাকলেও এবার জি-মেইল আইডি পরিবর্তন করা হয়েছে। বারবার প্রতারণামূলক প্রচার চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে আরও বেপরোয়াভাবে প্রতারণার চেষ্টা চালাচ্ছে প্রতারক চক্রটি।
গত কয়েকদিন ধরে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তত্ত্বাবধায়কের কার্যালয়, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নিয়োগ বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি বিজ্ঞাপন ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রথম আলো পত্রিকার লোগো দেওয়া। এ বিজ্ঞপ্তিতে ছয়টি পদের নাম উল্লেখ করে বিভিন্ন শর্ত ও নিয়মাবলী দিয়ে ১১ সেপ্টেম্বর মধ্যে আবেদন করার জন্য বলা
হয়েছে। তবে, বিজ্ঞপ্তিতে হাসপাতাল বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ফোন নাম্বার ও ঠিকানা দেয়া হয়নি। যোগাযোগের মাধ্যম হিসাবে একটি মেইল নাম্বার দেয়া রয়েছে। পূর্ণ বায়োডাটা পিডিএফ আকারে মেইল করতে বলা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের মেসেজের মাধ্যমে জানানো হবে বলা হয়েছে।
একই সাথে প্রার্থীরা সিলেক্ট মেসেজ পাওয়ার চার ঘণ্টার মধ্যে ব্যাংক ড্রাফট সম্পূর্ণ করতে হবে। কিন্তু সেখানে কোনো ব্যাংক একাউন্ট নম্বর দেয়া হয়নি।
সূত্র বলছে, এটি একটি প্রতারক চক্র। সারাদেশে তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে সোস্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করে। আর যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা
মেইল আইডি। প্রার্থীর বায়োডাটা নিয়ে তার চাকরি হয়েছে মর্মে আবারও ফিরতি
মেইল দেয়া হয়। এরপর একাউন্ট নাম্বার দিয়ে ব্যাংক ড্রাফট করতে বলা হয়। এ
ধাপ সম্পূর্ণ হলে চাওয়া হয় জামানত বাবদ মোটা অংকের টাকা। অথাৎ সম্পূর্ণ
প্রার্থীর সাথে প্রতারকদের যোগাযোগ মাধ্যম মেইল। তারা কখনো ফোন নাম্বার
বা ঠিকানা প্রকাশ করে না। কিছুদিনের মধ্যেই চক্রটি ডিলিট করে দেয় মেইল
আইডিটি। এরপর আর তাদের সাথে যোগাযোগ করার কোনো পথ বা সুযোগ থাকেনা।
১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজে যেয়ে দেখা যায়
‘হাসপাতাল অথরিটি’ নামে একটি আইডি থেকে হাসপাতলের নিয়োগটি পোস্ট করা
হয়েছে। কিন্তু ওই আইডিতে ব্যবহারকারীর কোনো তথ্য দেয়া হয়নি। নিয়োগের
ব্যাপারে জানতে তার ম্যাসেঞ্জারে মেসেজ করা হলে তিনি উত্তর দেননি।
অভিযুক্তের বক্তব্য চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া জিমেইলে একটি মেইল করলে
তিনি তার জবাবও দেননি।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ
জানান, এমন কোনো বিজ্ঞপ্তি হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি। কেউ যাতে প্রতারণার
ফাঁদে পা না দেয় সেই অনুরোধ জানিয়েছেন তিনি।#