চাটমোহ (পাবনা) প্রতিনিধি
গণ অভ্যুথ্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ চাটমোহরে শহীদি মার্চ কর্মসূচী পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে তারা চাটমোহর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্ত্বরে সমবেত হয়। সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সাগর, সৈকত, বাধন, প্রসাদ, সামী, ফাহিমসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ একটি মিছিল বের করে। মিছিলটি চাটমোহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে।