// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বিদেশ থেকে ফেরৎ এসে ধারদেনা করে পরিশোধ করতে না পেরে এরশাদ আলী (৩০) নামের এক ব্যক্তি বিষপানের ১৪ দিন পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। গত শুক্রবার (১৬ আগষ্ট) দিবাগত রাত দেড় টায় সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এরশাদ আলী আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির পালংকুরি গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আদমদীঘি থানায় দায়ের করা মৃত এরশাদ আলীর ভাই সাখাওয়াত হোসেনের লিখিত অপমৃত্যুর সংবাদে জানাযায়, তার ভাই এরশাদ আলী বিদেশে ভাল কাজ না পেয়ে ৫/৬ মাস পুর্বে বিদেশ থেকে বাড়ি ফিরে আসার পর বিভিন্ন লোকজনের নিকট টাকা ধারদেনা করে মোটা ঋনগ্রস্থ্য হয়। সেই ঋনের টাকা সময় মতো পরিমোধ করতে না পেরে হতাশায় ছিল। গত ২ াাগষ্ট দিবাগত রাত ৮টায় সে চাঁপাপুর বাজারে বিষপান করে ছটপট করতে থাকে। এ সংবাদ পেয়ে স্বজনরা অপর লোকজনের সহযোগিতায় অসুস্থ্য এরশাদ আলীকে একটি সিএনজি যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত শুক্রবার (১৬ আগষ্ট) রাত দেড় টায় মে মারা যায়। পরদিন গতকাল শনিবার (১৭ আগষ্ট) সকালে লাশের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।