// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পাবনার চাটমোহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাটমোহর সরকারী কলেজ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠান করে। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।
চাটমোহর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ছাত্র আন্দোলনের সোহেল আহমেদ, সাজেদুর রহমান সিজান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মিলু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা শহীদদের বিরত্বের প্রশংসা করেন। তারা বলেন, সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ পাওয়ার এমন ঘটনা তারা কোন দিন ভুলবেন না। শহীদদের আত্মত্যাগের কথা এ জাতি কখনো ভুলবে না। চাটমোহর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী তরুন যুবকেরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতিউর রহমান মিলন। দোয়া পরিচালনা করেন নাড়িকেল পাড়া মসজিদের ইমাম আব্দুল মমিন ।
সোমবার (১২ আগস্ট) রাতে চাটমোহরের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ছাত্র-জনতার স্মরণে চাটমোহর উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন।