// সাঁথিয়া প্রতিনিধিঃ আতাইকুলার হাটে ছাগল ক্রয় বিক্রয় ও প্রতিদিন বিকালে মাছ ব্যবসায়ীদের বিক্রির খাজনা মওকুফের ঘোষনা দিয়েছেন ১৪৩১ সনের ইজারাদার জিয়ারুল মৃধা রন্জু।
দেশের খ্যাতনামা পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার হাট একটি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী হাট। এ হাটের নাম জানেন না এমন লোক পাওয়া দায়। নিয়মানুসারে প্রতি বছর বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত ইজারা ডাক হয়। ১৪৩১ সনের জন্য ডাক হলেও তা পুর্বেরতুলনায় কম হওয়ায় সাপ্তাহিক, অর্ধমাসিক ইজারা হয়। গত ২৬/ ৬/২০২৪ বুধবার আবারো ইজারা আহবান করে উপজেলা প্রশাসন। সিডিউলে টেন্ডার হলে সর্বোচ্চ ডাক দেন উপজেলার বৃহস্পতিপুর গ্রামের মোঃ জিয়াউল মৃধা (রন্জ)। তিনি এক কোটি সাতাশি লাখ পঁচিশ হাজার টাকার সিডিউল জমা দেন। যার ভ্যাট ট্যাক্সসহ দুই কোটি সাঁয়ত্রিশ লাখ টাকা প্রায় সরকারি কোষাগারে জমা দিয়ে ইজারা প্রাপ্ত হন। ইজারা প্রাপ্ত হয়েই তিনি ঘোষনা দেন রবিবার ও বুধবার হাটে ছাগল ক্রয় বিক্রয়ে কোন প্রকার টাকা নেয়া হবে না। এছাড়াও প্রতিদিন বিকালে মাছ ব্যবসায়ীদের বিক্রির খাজনা মওকুফের ঘোষনা দিয়েছেন ইজারাদার জিয়ারুল মৃধা রন্জু। তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের অংশিদারত্বে ইজারা দিয়েছি। হাটের উন্নয়ন ও ক্রেতা- বিক্রেতাদের সুবিধার্থে সকলের সহযোগিতা কামনা করেন।