// এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। এ মেলায় কৃষি বিভাগ ও কৃষকরা তাদের উৎপাদিত ফসল, বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং বিভিন্ন কৃষি উপকরণ নিয়ে এসেছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কেটে মেলার উদ্বোধন করে ১০টি প্রদর্শনী স্টল পরিদর্শন করে অতিথিরা।
ইউএনও মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভরপ্রাপ্ত) হাবিবা আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও কৃষক-কৃষাণীরা।