// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে দুই বোনের মৃত্যুর কারণ হিসেবে মেনুভো ককটাল মেনুজেটিস রোগকে দায়ী করেছে রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বরই খাওয়ার পর অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মৃত্যুর কারণ বলতে আমরা সরাসরি কোনো এভিডেন্স পাইনি। আমরা এনালাইসিস করে সাসপেক্ট করেছি এই মৃত্যুর কারণ মেনুভো ককটাল মেনুজেটিস। গত মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিন দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়। তারা হলো মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া। মুনতাহা মারিশার বয়স দুই বছর। আর মুফতাউল মাশিয়ার বয়স পাঁচ বছর। তারা দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মনজুর রহমানে দুই মেয়ে। মনজুর রহমানে স্ত্রী পলি খাতুন চারঘাট সারদায় ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক। তারা ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকতেন। এদিকে,মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিলো নিপাহ ভাইরাস। তবে নমুনা পরীক্ষার পর আইইডিসিআর জানায়, নিপাহ ভাইরাসে নয়, অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ঢাকা থেকে আসা আইইডিসিআরের ৩ সদস্যের তদন্ত টিম শিশুদের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। দুই শিশু ও তাদের বাবা মায়ের রোগের কেস হিস্ট্রির বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তারা। এ ছাড়া মৃত দুই শিশুর নমুনাও সংগ্রহ করে প্রতিনিধি দল।#