// বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
সন্ত্রাসী হামলায় নিহত বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের স্মরণসভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার উপজেলার মহিষভাঙ্গা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের জ্যেষ্ঠপুত্র বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মরহুমের জামাতা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক এম লুৎফর রহমান, জেলা জাসদের সভাপতি সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মাওলানা ওসমান গনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান জিন্নাহ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ২০০২ সালের এই দিনে বিএনপি নেতাকর্মীদের নৃশংস হামলায় তিনি নিহত হন। সে সময় তার নিজ বাড়িসহ অর্ধশতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।