// পাবনা প্রতিনিধি : পাবনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পাবনা আমিন উদ্দিন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ৩০ জন বালককে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লা আল মামুন। আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শহীদুল হক মামুন, জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, বাসস ও ভোরের কাগজ পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমূখ।
গমপানী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে ক্রীড়াবিদগণ অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিশ^দরবারে ক্রীড়ার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। বর্তমান সরকার ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করার জন্য অনেক পদক্ষেপ নিয়ে যার একটি হলো এই ফুটবল প্রশিক্ষণ। আজকের প্রশিক্ষার্থীরাই আগামী দিনে বয়ে আনবে বাংলাদেশের সুনাম।