প্রতিভাস 

// এনামুল হক টগর //

আমি গভীর আঁধার পেরিয়ে তোমার কাছে ফিরে যেতে চাই নিরিবিলি নিঃশব্দ নিরব।

তোমার প্রেমের গভীরে প্রদীপের উৎস,তুমি গোলাপ,আমি কাঁটা,তত্ত্বজ্ঞানে সৌরভ!

আমাকে তুমি অবিচ্ছেদ্য করে রেখেছো ভালোবাসার বন্ধনে গৌরব!

আমি মনোযোগ দিয়ে তোমাকে স্মরণ করি,গভীর থেকে গভীরতর প্রেমে অতীন্দ্রিয়!

তোমার আলোকপ্রাপ্ত মহাজ্ঞান দিয়ে আমাকে ছুঁয়ে দাও অনাদি অনন্ত অক্ষয়!

আমার নিজ বাড়ির জমিনে কতো স্বপ্ন কতো বাসনা খেলা করে বিপুল চেতনা!

পথের পথিক আমি হাঁটতে হাঁটতে একদিন তোমাকে খুঁজে পাবো আপন ঠিকানা!

তুমি যদি চলে যাও,তবে সব যাত্রা বিফল কল্পণা ও সংশয়ে জীবন হবে দ্বিধাগ্ৰস্থ।

আমার অন্তরের ভেতরে তুমি এক অনির্বাণ শিখা মহাকেন্দ্রবিন্দুর নিগূঢ় রহস্য সত্তা!

তোমার এক বচন থেকে আমি বহুবচন রূপ রস জন থেকে পুনরায় আবার এক বচন !

তুমি সাথে থাকলে আমার হৃদয়টা কানায় কানায় ভরে যায় আলোর ছটায় পুষ্প কানন!

তোমার এক প্রদীপ থেকে লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে ওঠে অলৌকিক ঐশ্বরিক গুপ্তধন!

আদিকাল থেকে ওই মহাকাল,একই রংয়ে পরষ্পরা ও সিলসিলায় প্রদীপ্ত প্রতিভাস নয়ন!

তুমি সাথে না থাকলে বিষণ্ণ বিপন্ন এক কঠিন আঁধার আমাকে ঘিরে ধরে ব্যথার দহন!

তুমি প্রেম দিলে আমি হবো তোমার প্রতিচ্ছবি দীপ্ত প্রতিভাস শান্তির দূত!

তুমি সাড়া দিলে আমি নিজ দেহ ভেঙে বেরিয়ে আসবো সমগ্ৰ যৌবনে ফুলের বসন্ত।