// ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পাচ্ছেন বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী ও সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পদ্ম-সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকার।
এবার মোট ১৭ জনকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সেই সম্মানে ভূষিত হয়েছেন তিনজন। মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ ছাড়া অন্যজন হলেন—প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায়।
এ বছর মোট পাঁচজনকে পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। তারা হলেন—ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী, তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) ও তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম।
তাছাড়া ১১০ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। সেখানে আটজন বাঙালি রয়েছেন। বাংলাদেশ থেকে এ সম্মান পেয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি ঘোষিতদের হাতে পদক তুলে দেবেন।
মিঠুন চক্রবর্তী ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালী জগতে অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এ পর্যন্ত তিনি ৩০০ টিরও বেশি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ঊষা উত্থুপ একজন জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং প্লেব্যাক সঙ্গীতশিল্পী। তিনি বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে খ্যাতি কুড়িয়েছেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাসরত।