// রফিকুল ইসলাম সুইট : পাবনায় কুষ্ট রোগ নির্মূলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ইফেক্ট হোপ ও লেপ্রা বাংলাদেশের সহযোগীতায় পাবনা সিভিল সাজন হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুত্রে জানাযায়, পাবনায় ১৯১৩ সালে কুষ্ঠ রোগী ছিল ১১৮৮ জন, ২০২৩ সালে পাবনায় রোগীর সংখ্যা ১৫ জনে। কুষ্ঠরোগ একটি মৃদু সংক্রামক রোগ, জীবানু দ্বারা সংক্রমিত হয়, হাচির মাধ্যমে ছড়ায়, চিকিৎসা সম্পূর্ণ ভালো হয়। প্রতিনিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ রোগের চিকিৎসা দেয়া হয়। সম্পন্ন ঔষধ সরকারি ভাবে দেয়া হয়। সকলের সহযোগীতায় পাবনা থেকে কুষ্ঠ রোগ নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সিভিল সার্জন ডা, শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পাবনা পেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডা. খায়রুল কবীর, ডা. শফিউল আলম, ডা, ইকতেদার রহমান শাওন, ডা. ইশায়াত জামান সুমিত, লেপ্রা বাংলাদেশের প্রোজেক্ট ডাইরেকটর সাখাওয়াত হোসেন, কুষ্ঠ রোগী আসাদ প্রমূখ।