ঘাতক সংহরণ

আকিব শিকদার

ভষ্মচাপা অগ্নি না হই, পাথর চাপা
দূর্বা চাই না
পথের কুকুর হতেও রাজি, বুক পেতে লই
বুটের লাথি
তবু আমি করুণা চাই না।
ঘাতক আমায় করুণা দেখায়, ভাবতে গেলেই
বমি আসে।

গাল পেতেছি, জুতোর বাড়ি, মুখে আমার
ছেটাও থুথু
ফাঁসির দড়ি ঝুলাও যদি, গলায় বেঁধে
মৃত্যু নেবো
তবু তোমার ক্ষমা চাই না।
ঘাতক আমায় করবে ক্ষমা, হাসবো বলে
দাঁত মেজেছি।

ছড়িয়ে দাও কাঁচের কুচি, নগ্ন পায়ে
হাঁটবো তাতে
কাঁটাতারে বিদ্ধ হয়ে থাকতে রাজি
উলটো ঝুলে
তবু মাথা নত আর করি না।
ঘাতক আমায় মুক্তি দেবে, নাক ঝাড়তে
রুমাল খুঁজি।

ফুলের বাগান গুড়িয়ে দাও, ছিনিয়ে নাও
গায়ের জামা
থালার অন্ন লুটতে পারো, বাঁচতে চাটবো
রূক্ষ ধুলো
তবু পায়ে পড়ে আর কাঁদি না।
ঘাতক আমায় করবে দয়া, আশা করাই
ভীষণ ফাঁকি।