// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
“সুস্থ দেহ, সুস্থ মন, চাই ক্রীড়া আর শরীর চর্চা অনুশীলন” এই স্লোগানে ঈশ্বরদীতে ৫২ তম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। সঞ্চালনা করেন উপজেলার একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান। এসময় উপজেলার সকল মাধ্যমিক স্কুল, স্কুল এ্যান্ড কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি উপজেলা পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। #