আজিম উল্যাহ হানিফ
রিফাত ভাই চলে গেলো খুব অসময়ে-
এই শহরের প্রতিটি ইট আর ধূলিকনার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল যার
প্রতিটি পাড়া মহল্লায় রয়েছে যার পায়ের চিহৃ
সেই মানুষটি চিরতরে চলে গেলো
বড্ড দরকারি সময়টায়
এই আঙ্গিনায় আসবে না আর
চোখ মেলে তাকাবে না নগরীর উত্তর থেকে দক্ষিণে
পূর্ব থেকে পশ্চিমে- কোথায় আছে সমস্যা
কিংবা কোথায় প্রয়োজন উন্নয়ন!
ডাকবে না মাথা তুলে
দেশের জাতির কথা মঞ্চে-অনুষ্ঠানে আর বলবে না মুখে
শুনাবে না জয় ধ্বণির স্লোগান
পথে প্রান্তরে আর দেখা যাবে না
বড্ড মিস করবে এই নগরবাসী!
নিস্তব্ধ হয়ে গেলো সিঙ্গাপুরের হাসপাতালে
চলে গেলো আমাদের মাঝ থেকে
অভিভাবক শূণ্য হলো নগরবাসী
চির অম্লান হয়ে থাকুক প্রজন্মের পর প্রজ্ন্ম
আরফানুল হক রিফাত নামের স্মৃতি থাকুক প্রতিটি অন্তরে।