যশোরে ভলিউম বই থেকে জমির দাগ নম্বর মুছে ফেলার অভিযোগ উঠেছে

// ইয়ানূর রহমান : যশোর সদরের সাব-রেজিস্ট্রি অফিসে রক্ষিত একটি ভলিউম বই থেকে জমির দাগ নম্বর মুছে ফেলার অভিযোগ উঠেছে । নকলনবিশ শিমুল আক্তার ভলিউম বই থেকে জমিটির দাগ নম্বর মুছে ফেলার সাথে জড়িত রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ওই নকলনবিশ উক্ত সাব-রেজিষ্ট্রি অফিসে রক্ষিত ৩৭ নম্বর ভলিউম বই থেকে ২৭৬১ নম্বর দলিলের জমির দাগ নম্বর কৌশলে মুছে ফেলেছেন।
জমিটি ১৯৮৮ সালে ঝিকরগাছা সাব- রেজিস্ট্রি অফিসে নিবন্ধন হয়। জমিটির ক্রেতা ছিলেন ঝিকরগাছার বহিরামপুর গ্রামের রেজাউল হক, সিরাজুল ইসলাম ও রেবেকা খাতুন। জমির বিক্রেতা ছিলেন একই গ্রামের আব্দুল মালেক ও রোজিনা খাতুন।

সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর ২৭৬১ নম্বর দলিলের নকল তোলা হয়। স্বপন কুমার নামে স্বাক্ষর করে নকলনবিশ শিমুল আক্তার দলিলের নকল তোলার দরখাস্ত জমা দেন। নকল নম্বর-২৫২৫৮।

এ ব্যাপারে যশোর সদরের সাব-রেজিস্ট্রার ইমরুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#