// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ঔষধের দোকানে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নেশার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শফি মাহমুদ তালুকদার উজ্জল (৩৭) নামের ফার্মেসীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি সনি মেডিক্যাল স্টোর নামের ঔষধের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফি মাহমুদ তালুকদার উজ্জল উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদার মিন্টুর ছেলে। সে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতো বলে পুলিশ জানান।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘি, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, নসরতপুরসহ বেশ কয়েকটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও চঞ্চল নামের দোকান মালিকসহ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। তারপরও কতিপয় ফার্মেসীর মালিক বেশি লাভের আশায় আড়ালে চালাচ্ছিল মাদকের ব্যবসা। গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ আদমদীঘি সদরে সনি মেডিক্যাল স্টোরে অভিযান চালিয়ে ১০০পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দোকান মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জলকে গ্রেফতার করে। আদমদীঘি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিমুল হুদা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঔষধের দোকান সমিতির সদস্য নেই।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, শফি মাহমুদ তালুকদার উজ্জলের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।