// বৃষ্টিতে পরিত্যক্ত এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের ইনিংস শেষ হওয়ার পরেই শুরু হয় বৃষ্টি। মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। তবে আরেক দফায় বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচটি। পয়েন্ট ভাগভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে পরে ভারতের ব্যাটাররা। তবে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। ইশান ৮১ বলে ৮২ ও হার্দিক ৯০ বলে ৮৭ রান করে আউট হন।
শেষ দিকে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬৬ রানে অলআউট হয় ভারত। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ৪টি ও হারিস রউফ নেন ৩টি উইকেট।
এরপর বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে যায় ম্যাচটি। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করলো পাকিস্তান।