বগুড়ায় গৃহবধু নার্গিস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ এলাকায় গৃহবধু নার্গিস হত্যা মামলার একমাত্র আসামী আনারুল ব্যাপারীকে (৪০) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে জেলার সোনাতলা থানার কাবিলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আনারুল ব্যাপারী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ফলিয়াদিগর গ্রামের বাসিন্দা। শনিবার সকালে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনারুল ব্যাপারীকে সোনাতলার কাবিলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আনারুলের স্ত্রী শারমিনের বড় বোন নার্গিস ও নার্গিসের স্বামী রেজাউল করিমের প্ররোচনায় আনারুলকে তালাক দেয়। সেই সাথে নার্গিস ও রেজাউল মিলে শারমিনকে বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছিল যাতে শারমিনের সাথে পুনরায় আনারুলের বিয়ে হওয়ার পথ একেবারে বন্ধ হয়ে যাবে। এ ঘটনায় মানসিক কষ্ট ও তীব্র ক্ষোভের বশবর্তী হয়ে নার্গিসকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে আনারুল। প্রেস ব্রিফিং এ এসময় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলামসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।