// পাবনা প্রতিনিধি : পাবনায় গভর্নমেন্ট এন্ড টেন্ডারার্স ফোরাম(জিটিএফ) এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন বিসিসিপির প্রোগাম ডাইরেক্টর ড. জিনাত সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সিটিটিইউ, আইএমইডি’র পরিচালক মো. শামীমুল হক।
কর্মশালা সুত্রে জানাযায়, জিটিএফ এর মাধ্যমে দরপত্র দাতা ও ঠিকাদারের মধ্যে সমন্বয় করে। জিটিএফ র ১৭শ চলমান প্রকল্প রয়েছে। সিটিজেন পোর্টাল থাকায় জনগণ তাদের মতামত ব্যক্ত করতে পারে। দেশের ৮০ ভাগ কাজ হয় ক্রয় কার্যক্রমের মাধ্যমে। ক্রয়কার্যক্রমের সততা জবাব দিহিরা নিশ্চিতের ক্ষেত্রে জিটিএফ ভুমিকা রাখে। ৩৬৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। জাতীয় পরিচয় পত্রের সাথে ইজিপি সংযুক্ত করা হয়েছে। জিটিএফ তথ্যেও ভান্ডার সাংবাদিক সগহ সবাই তথ্য জানতে পারে।
ওর্য়াল্ড ব্যাংকের সহযোগীতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগাম এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এএসপি জিয়াউর রহমান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদ পত্র পরিষদেও সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলীহেলালী, চেম্বার্স সভাপতি সাইফুল আলম, জেলা প্রাথমিক কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বিসিসিপির মিডিয়া স্পেশালিষ্ট গোলাম শাহনী, জেল সুপার নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম প্রমূখ।