আতাইকুলায় প্রেমের প্রতারনা, নারীসহ ৪ প্রতারক আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানায় প্রেমের নামে প্রতারনা করে আড়াই লাখ টাকা নেয়ায় দুই নারীসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো রাজশাহী জেলার বাঘা থানার চানপুর গ্রামের বয়েজ আলীর ছেলে রবিউল ইসলাম, তার স্ত্রী আজমিরা, তাদের ছেলের বউ আসমানী ও আসমানীর পিতা পাবনা জেলার ফরিদপুর থানার মঙ্গলগ্রামের ছাকেন আলীর ছেলে আসাদুল।বৃস্পতিবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে। থানা সুত্রে জানা য়ায়, সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বরইবাড়িয়া গ্রামের রেজাউল করিমের ছেলে সজল ( সজিব) মালায়েশিয়ায় থাকে ৫ বছর। রেজাউল করিম জানান, মালায়েশিয়া থেকে সজিব বাবাকে একটা মেয়েকে বিয়ে করবে বলে জানায়। পরে মারিয়া নামে একটি মেয়ে রেজাউলকে মোবাইল ফোনে সজিবের সাথে প্রেম ও বিয়ের কথা বলে। মারিয়া হবু শশুরকে আরো জানায় তার বাবা মা মারা গেছে। বড় ভাই জজ, মেজ ভাই পুলিশ অফিসার, অন্য ভাই র্র্যাব অফিসার। তার নামে দুই কোটি টাকা আছে। তাই তাকে বিয়ে করতে হলে এক লক্ষ টাকা নজরানা দিতে হবে। এছাড়াও কিছু উপঢৌকন দিতে হবে। রেজাউল গত ৮/৫/২৩ হতে ১৬/৫/২৩ পর্যন্ত কয়েক দফায় বিকাশে ও নগদে আড়াই লক্ষ টাকা পাঠায়। তাছাড়াও কম্বল ও অন্যান্য জিনিস দেয় হবু ছেলের বউকে। বাদসাধে ১৬ মে শেষ টাকা পাঠানোর পর মারিয়া হবু শশুরকে ট্রাক ভর্তি ফার্নিচার আতাইকুলায় যাচ্ছে বলে জানায়। বেজাউল মারিয়ার কথায় আতাইকুলায় অপেক্ষায় থেকে না পেয়ে ফোন দেয় মারিয়াকে। কয়েক দফায় ফোন দিয়ে ফোন বন্ধ পায়। পরে সন্দেহ হলে রেজাউল আতাইকুলা থানায় অভিযোগ দেয়। থানার এসআই মিজানুর রহমান জানান অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিকাশ ও নগদের নম্বর ধরে বাঘা থানা থেকে রবিউল ও আসমানিকে এবং মঙ্গলগ্রাম থেকে আসমানি ও আসাদুলকে আটক করা হয়। আজমিরাই মারিয়া নাম করে প্রেমের প্রতারনা করছে। এ ব্যাপারে আতাইকুলা থানায় রেজাউল করিম বাদী হয়ে মামলা করছে। মামলা নং ৯, তাং ২৪/৫/২৩। ওসি হাফিজুর রহমান :জানান আটককৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।