// নাটোর প্রতিনিধি
নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে সোহাগী বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নারী রাজশাহীর গোদাগাড়ী থানার সাইফুল ইসলামের স্ত্রী। মামলা সুত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারী সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের নারায়নপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে নাটোর গামী একটি লেগুনা গাড়ী তল্লাশী করে লেগুনার যাত্রী সোহাগী বেগমের হাতব্যাগ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে এ বিষয়ে নাটোর থানায় মামলা দেয়া হয়। মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার এই রায় দেন। বিচারক রায়ে উল্লেখ করেন দন্ডপ্রাপ্ত সোহাগী বেগমের পূর্বের হাজত বাস এই দন্ড থেকে বাদ যাবে।