টাঙ্গাইলে ৩ কোটি টাকা ব্যায়ে ফুট ওভারব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন

// কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ t বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় ৩ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে ফুটওভারব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী। সোমবার(১৫ মে) সকালে উপজেলার করটিয়ার মাদারজানীতে এ ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

সড়ক ও জনপথ(সওজ) অধিদপ্তর সুত্রে জানা যায়, সাসেক-২ প্রকল্পের আওতায় এম রহমান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে ফুটওভার ব্রিজটি নির্মাণ করবেন।

এসময় টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী বলেন, মাদারজানী গ্রামের মধ্যেদিয়ে মহাসড়ক নির্মিত হওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ফুটওভারব্রিজ না থাকায় মহাসড়ক পারাপার হতে এখানে অনেক মানুষ অকালে প্রাণ হারিয়েছেন। এছাড়াও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফসল এ ফুটওভারব্রিজ নির্মাণ। আশা করছি দুই-তিন মাসের মধ্যেই এ ফুটওভারব্রিজের কাজ সম্পন্ন হবে। এলাকাবাসীসহ পথচারীরা এর সুফল পাবে।

উদ্বোধনকালে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-প্রকৌশলী মো. আনোয়ার হোসেন,টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ- সহকারী প্রৌকশলী মো. আনিছুর রহমান, বাসাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজীক, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল,সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হামিদ মিয়া, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক পাপন মিয়া,যুবলীগ নেতা আরজু মিয়া, তুহিন আনছারী, মনির আনছারী,অপু আনছারী,মোস্তফা মুরাদ, ছালাম মিয়া ও বাবুল মিয়া উপস্থিত ছিলেন।