রূপপুর পারমাণবিকে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিকে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে  শ্বাসকষ্ট জনিত কারণে মৃত গুতসান ভ্যালোরী (৬৯) নামের এই রাশিয়ান প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমথ’ এ ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।  প্রকল্পের আবাসন গ্রীণসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফাটে তিনি বসবাস করতেন। রবিবার (১৪ মে) দুপুরের দিকে গুরুতর অসুস্থ হলে প্রথমে ঈশ^রদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী নেয়ার পথে বিকেলের দিকে সে মারা যায়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

নিকিমথ কোম্পানির চিকিৎসক ডাঃ রাসেল জানান, গত ১১ই মে থেকে তিনি অসুস্থ বোধ করলে তাকে বিভিন্ন পরীা-নিরীার পরামর্শ দেওয়া হয়।  ১২ মে পরীায় তার নিউমোনিয়া ধরা পড়ে। রবিবার দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিও সাপোর্ট দেওয়ার জন্য রাজশাহীতে সিডিএম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সোমবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে বরে ওসি জানিয়েছেন।