এনামুল হক টগর
তোমার জন্য যুদ্ধ করে মূল্যবান উপহার এনে দিতে চাই ভক্তি ও ভালোবাসা।
কঠিন দূর্গম পথ পাড়ি দিয়ে ভাবি কাঁটার গভীরে লুকিয়ে আছে যন্ত্রণার সত্য বিশ্বাস।
সমুদ্রের উথল পাতাল ঢেউ পাড়ি দিয়ে মণিমুক্তা সংগ্রহের চেষ্টা করি অপরূপ দর্শন!
তপস্যায় অমৃত যৌবন হৃদয়ে সাঁতার কাটে তোমার প্রেমে মগ্ন বিভোর অন্তর নয়ন।
খাঁচার ভেতরের আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্নে ধ্যানে তোমার বাগিচা পুষ্প ঝলমল।
ইচ্ছে করলেই হৃদয়ে দেখি তোমার নব নব রূপ তোমার তরুণ বয়স চঞ্চল!
শতকে শতকে সহস্র বছর ধরে তুমি নিরব নিরিবিলি কখনো নির্মল।
স্থিতির আসল ঠিকানায় তোমাকে দেখি লক্ষ কোটি বছরে ধরে বিপুল আলোয় সরল।
মানব চৈতন্য সত্তায় তুমি খেলা করো তোমার ভেতর কার আনন্দ উজ্জ্বল হাসি।
তোমার মনের ভেতর কার দুঃখ বেদনা বিচ্ছেদের অশ্রু ক্রন্দন যন্ত্রণার ভেতর আশা।
দেহের ভেতরে কাঁদে এক বেদনাবিধুর জ্বালা বিষাদ অগ্নি পিণ্ডে কঠিন যাতনা।
সেই যন্ত্রণা থেকে জীবনকে রূপান্তর করে তুমি পথ দেখায় চুপ থাকলে গল্প কবিতা শোনায়!
অর্ধেক পথ অন্ধকার বাকি পথ নদী সাগর কঠিন ঢেউ পাড়ি দিয়ে যাত্রা জয়পরাজয়।
আলো দাও চিরন্তন সত্য পথের বন্ধু অনন্তকালের বিশ্বাসী প্রিয়তম অক্ষয়।
অশুভ মর্মভেদ জটিল বিষ পান না করে আমি ছুটে যাই তোমার ঠিকানায়।
তোমার মূল্যবান উপহার পৌঁচ্ছে দেবো হৃদয়ের গভীর থেকে পরিশুদ্ধ প্রেমের চেতনায়।।
০২/০৩/২০২৫