নাটোরের শঙ্করভাগ থেকে ২ হাজার লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব

২ হাজার লিটার চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।শনিবার (৭ জানুয়ারি) রাতে নাটোর সদর উপজেলার শঙ্করভাগ এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়।রোববার (৮ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার শঙ্করভাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৫২), একই এলাকার ঘনরাম তেলীর ছেলে শ্রী নির্মল কুমার তেলী (৩৫), শ্রী শ্যামল তেলীর ছেলে শ্রী সুজন তেলী (২৩) ও কৃষ্ট তেলীর ছেলে শ্রী সন্তোষ চন্দ্র তেলী।র‌্যাব জানায়, শনিবার (৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার শঙ্করভাগ গ্রামে র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় তল¬াশি চালিয়ে প¬াস্টিকের ড্রাম ও ডেগে রাখা দুই হাজার ৩০ লিটার চোলাই মদ জব্দ এবং ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন।র‌্যাব আরও জানায়, এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।