এনামুল হক টগর
কে তুমি আমার ভালোবাসার জগতে গোপন প্রেমের পথ প্রদর্শক?
কে তুমি আত্মার গভীরে মহা-চৈতন্যের আলোকপ্রাপ্ত ঐশী প্রেমিক?
কে তুমি অশুভ যুদ্ধের রণাঙ্গনে সাহায্যকারী বন্ধুর তীক্ষ্ণ তরবারি ন্যায়পরায়ণ?
কে তুমি ভালোবাসার সমুদ্রে দক্ষ নাবিক গতিশীল জাহাজে বিনীত আলোর নয়ন?
কে তুমি পৃথিবীর ফাগুন চৈত্র বসন্ত উদ্যানে পুষ্প বাগিচায় সুবাস ছড়াও চন্দন?
কে তুমি মৃত্তিকার গভীরে ইউরেনিয়াম প্লাটিনাম স্বর্ণ রৌপ্য মণি মুক্তার খনি দান?
সাগর সৈকতে কে তুমি বালুকাবেলার দারুচিনি দ্বীপ সবুজ বনভূমি পুষ্প উদ্যান?
মরুভূমির বুকে কে তুমি প্রেমের গল্প কবিতা উপন্যাস নাটকের মনোজ্ঞ দৃশ্যমান?
আসমানের বুকে কে তুমি জ্বল জ্বলে নক্ষত্র নিহারিকা আলোর জ্ঞান চেতনা উদয়?
তীব্র আগুনে জ্বলে পুড়ে কে তুমি একমাত্র ধৈর্যশীল সন্তোষচিত্ত প্রশান্ত দাতা আশ্রয়?
আমার লেখার ভেতরে কে তুমি দেশপ্রেমিক কাগজ কলম কালির উৎস নিপুণ নির্মাণ?
আমার গানের সুরে ছন্দে কে তুমি প্রেমের বাঁশি বাজাও দিওয়ান সুরে অনুপ্রেরণা?
রাজপথের মিছিলে কে তুমি বিপ্লবী শ্লোগান দাও সুষমবন্টন দাবি আদায় অধিকার?
অতীন্দ্রিয় স্বপ্নবান দুটি চোখে কে তুমি হৃদয়ে পরিপূর্ণ আলো দাও প্রজ্ঞা প্রেম দীপ্তকর।
বহুদূর অনাদি অনন্তকাল কে তুমি চিরন্তন মহাপ্রেমে আত্মার বন্ধনে আলো আঁধার?
কে তুমি হাতের লেখেনি প্রাণের রংতুলি কারুকার্যে তত্ত্বজ্ঞানী আধ্যাত্মিক বর্ণনা?
আমি যখন রাতের আঁধারে যোদ্ধা করি তুমি তখন খামারে কর্মজীবী ফসলের জাগরণ।
আমি যখন প্রভাত পাখির গানে অপলক প্রতিরোধকারী তুমি তখন প্রথম সূর্য কিরণ।
আমরা দুজন পরষ্পর আশেক মাশুক ঐশ্বরিক প্রেমে মহামিলন!
মহাশান্তির পথে মহাসাম্য বন্টন ও মহাঐক্যের স্বনির্ভর ঠিকানা।
২৩/০৬/২০২৫