সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় খাবারে নিষিদ্ধ রং মেশানোয় চিটাগাং নুর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে শহরের কলোনী বাজার এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বগুড়া শহরের কলোনীতে চিটাগং নুর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় এ রেস্টুরেন্টের খাবারে নিষিদ্ধ রং মেশানোসহ রান্না করা খাবার ও কাঁচা খাবার একসাথে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।