মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দিবসটি উদযাপনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ” (সেলপ) এর আয়োজনে উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন,
ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মো. মজিবর রহমান, তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক ( কাজল) , সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, নাজমুন নাহার, মির্জা নুরুন নাহার সহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসুচীর প্রশংসা করে বলেন, নারী নির্যাতন বন্ধ সহ সকল ক্ষেত্রে নারীদের সুরক্ষা প্রদানের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।