ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
জমকালো আয়োজনে রাশিয়ান শিল্পীদের নাচে ও গানে মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হলো ‘রাশিয়ান প্রজাতন্ত্র দিবস’। রূপপুর পারমাণবিকের আবাসিক গ্রীণসিটিতে বৃহস্পতিবার (১২ জুন) রাতে পরিবেশিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম এর প্রকৌশল বিভাগ এটমস্ট্রয়এক্সপোর্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
রাশিয়ার পারমাণবিক শিল্পের উদ্যোগের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে রূপপুর পারমাণবিকে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত দক্ষ প্রকৌশলীদের ওই অনুষ্ঠানে পদক প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রযুক্তি নির্ভর খেলা এবং ফেশ পেইন্টিং এবং মেহেদি উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাশিয়া থেকে আগত জনপ্রিয় সাংস্কৃতিক দল জমকালো নাচ-গানের মাধ্যমে উপস্থিত সকলকে মাতিয়ে তোলে। ডিজে নৃত্যের অনুষ্ঠানে শত শত রাশিয়ান নারী-পুরুষ অংশগ্রহন করে।
প্রসঙ্গত: রাশিয়ার আর্থিক ও কারিগরী সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদীরতে নির্মীত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-রূপপুর এনপিপি। প্রকল্পটির জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে এটমস্ত্রয়এক্সপোর্ট। রূপপুর এনপিপিতে প্রায় পাঁচ হাজার রুশ নাগরিক কাজ করছেন।
