পাবনা প্রতিনিধিঃ
আতাইকুলা লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীবের বাড়ি থেকে পিস্তল ও১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে আতাইকুলা থানা পুলিশ।
আজ রিত ১১/০৬/২০২৫ খ্রিষ্টাব্দ রাত অনুমানিক ০১:৩০ ঘটিকা আতাইকুলা থানার টহল পুলিশ দল পুলিশ পরিদর্শক মো:শহিদুল সরদার এর নেতৃত্বে এস আই সুব্রত কুমার হালদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানাধীন লক্ষীপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামস্হ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সজীব প্রামানিক (২৬) পিতা মৃত সামাদ প্রামানিক মাতা: জাহানারা বেগম গ্রাম: রঘুরামপুর, ইউপি লক্ষ্মীপুর ওয়ার্ড নং ৫, থানা: আতাইকুলা জেলা: পাবনা এর বসতবাড়ির উত্তর দুয়ারী ধান রাখার ঘরে সানসাইট এর উপরে অ্যালুমিনিয়াম পাতিল এর নিচে পুরাতন পেপার দিয়ে মোড়ানো ট্রিগার ও ফায়ারিং পিন সচল অবস্থায় দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ভর্তি ৬ রাউন্ড গুলি, এবং একই রুমে অন্য স্থানে কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ড্রয়ার এর ভিতর কাগজ দিয়ে মোড়ানো ০৭ রাউন্ড গুলি সহ উদ্ধার করেন। অভিযান পরিচালনার পূর্বেই পুলিশের উপস্থিতি টের পাইয়া নিষিদ্ধ সংগঠনের সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সজিব প্রামানিক কৌশলে পালিয়ে যায়।