হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে চাকুরী প্রত্যাশীদের ক্লাস উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশ এর উদ্যোগে ১৯তম শিক্ষক নিবন্ধনসহ সকল সরকারি চাকুরী প্রত্যাশীদের প্রস্তুতি ক্লাসের উদ্বোধন হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ৪টায় সিংড়া প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ক্লাসের উদ্বোধন করেন সিংড়া প্রেস ক্লাব ও হিলফুল ফুজুল বাংলাদেশ এর সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা।

উদ্বোধনী ক্লাসে চাকুরী প্রত্যাশীদের উদ্দেশ্যে বক্তব্য দেন পাবনা পুস্পপাড়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওমর ফারুক ও সিংড়া সবিরন-গুলজান স্কুল এন্ড কলেজের গনিতের সহকারী শিক্ষক রবিউল করিম খোকন।

এসময় উপস্থিত ছিলেন মুফতি জাকারিয়া মাসউদ, সিংড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিকী, কাবিল উদ্দিন কাফিসহ চাকুরী প্রত্যাশীরা।