সঞ্জু রায়, বগুড়া:
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাঁচ তারকা হোটেল মম ইনের কনভেনশন হলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ। কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র ও বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম।
দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কশপে উচ্চ শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে অ্যাক্রেডিটেশন প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এসএম কবির। পরে বিদেশে উচ্চশিক্ষা এবং অ্যাক্রিডিটেশন প্রাপ্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও ধারণা দেন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্যরা।
আয়োজন প্রসঙ্গে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম স্বপ্ন দেখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয় কে বিশ্ব র্যাংকিং এ স্থান করে দেয়ার। এই প্রতিষ্ঠানে তারা চেষ্টা করে যাচ্ছেন শিক্ষার্থীদের গুণগত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের। যে লক্ষ্যে এই প্রথম উত্তরবঙ্গে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানসহ সদস্যবৃন্দরা এসেছেন এবং দিনভর তাদের বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকদের নিয়ে ওয়ার্কশপ করেন যা তাদের কাছে অত্যন্ত প্রশান্তির একটি বিষয়। তিনি বলেন তারা শিক্ষার্থীদের এমন ভাবে তৈরিতে কাজ করছেন যেন বিশ্ব মঞ্চে এই শিক্ষার্থীদের জন্য অগণিত দ্বার উন্মোচিত হয়। সেই যাত্রায় বিদেশে উচ্চশিক্ষা প্রাপ্তিতে এই যোগাযোগও বিশ্ববিদ্যালয়ের পক্ষেই করে দেয়ার জন্য তারা প্রয়াস করে যাচ্ছেন।
