যে ফুল খুঁজে ফিরি

এনামুল হক টগর

ব্যাকুল বাসনার প্রেমে বহুকাল ধরে যে ফুল খুঁজে ফিরি হৃদয়ের গভীরে নিরালা।
ভাগ্য নির্মম অনেক বেদনার যাতনায় স্বপ্নগুলো কাঁদে নিরুপায় পথে আনল।
এই বুকের ভেতরে ভালোবাসার গোপন তত্ত্ব অতন্দ্র বিরহে জাগে জীবন মলিন!
দেহের উদ্যানে ফুলের সৌরভ প্রগতির আলো ছড়ায় আগামী সংস্কার উত্তরসূরি নতুন।
আধুনিক প্রাণ আবহমান কালের বিচ্ছেদ ব্যথায় পোড়ে আকুল প্রেমের দুটি নয়ন।
মধুময় প্রিয়তমার মুখটি প্রকৃতির সৌন্দর্যে ফুটে ওঠে শ্যামল মাঠে সজিব ছেলেবেলা।
সাগর সৈকতে বিচিত্র ভাবনায় উদাস অন্তর কথা বলে কে যেন ডাকে নদীর বাঁকে চঞ্চল!
অপরূপ যৌবন তাঁর দিওয়ানা প্রেমে আবার আশা জাগায় আঁখি দুটি ছল ছল।
দেহের অস্তিত্ব সত্তায় পরাণ বন্ধুর গোপন নাম স্মরণ করি ধ্যানে মনোযোগ সরল!
শরীরের কাব্যকলায় মরমি সৌন্দর্য ভাবের পাখি উঁকি দেয় জ্ঞানের বন্ধু মধুময়।
ঐশ্বর্যের কামনায় মৃত্তিকার বক্ষে ফুল ফোঁটে তোমার দক্ষ নিপুণ কর্মে জীবন প্রেমময়।
পাপড়ির সৌরভ এই হৃদয় যৌবনে উত্তাপ সুগন্ধি ছড়ায় অমৃত সুধার মহাকাব্য!
অলৌকিক তপস্যার পরশে জীবন ধন্য হয় প্রজ্ঞাবান প্রেমে মধুর সংসার বাঁধে ঐক্যে!
তোমার ছোঁয়ায় আমার দেহের কাঁদা মাটি সোনা হয় ভালোবাসার গৌরব প্রেম বাক্য।
জীবন তপস্যার গভীরে সাধনার ভালোবাসা জাগে ওঠে দীপ্তিমান চৈতন্যে নিগূর বিশ্বাস।
শ্বাশত আলোর পৃথিবীতে বসন্ত ফুল ফোঁটে রঙিন জীবন রঙিন স্বপ্ন বাসনায় অশেষ।
তুমি আমার ভালোবাসার রাজাধিরাজ তোমাকে খুঁজি ফিরি রহস্যভেদ অজানা!
শিল্পির কারুকার্যে নব নব সৃষ্টির বাগিচায় তোমার ফুল ফোঁটে ব্যাকুল নয়নে চন্দন!
আমার হৃদয়ের গভীরে সে ফুল সুগন্ধি ছড়ায় দীর্ঘ পথের দিকে দিকে আপন ঠিকানা বন্ধন।
০৫/০৫/২০২৫