রাজশাহীর আদালতে কর্মচারীদের কর্মবিরতি পালিত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর আদালতে দুই ঘণ্টা কর্মবিরতি পালিত করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। কর্মবিরতি চলাকালে রাজশাহীর সকল আদালতে বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকে। এ সময় আদালতের কর্মচারিরা আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি আদালত প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগের কর্মচারিরা বৈষম্যের শিকার। আমরা অচিরেই এ অবস্থার পরিবর্তন চাই। আমাদের দাবি মেনে নেয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জোবায়ের ইবনে মাহবুব, রাজশাহী বিভাগের সভাপতি রুহুল আমীন, জেলার সাধারণ সম্পাদক এ.কে.এম সোহেল রানা, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সহসম্পাদক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।#