ধারের টাকা ফেরত চাওয়ায় যশোরে পঞ্চম শ্রেণির ছাত্র আকাশকে হত্যা চেষ্টা

ইয়ানূর রহমান : যশোর সদরের তীরেরহাট গ্রামে মাত্র ২০ টাকা ধারের ফেরত
চাওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্র আকাশ (১১)কে নির্মম নির্যাতনের শিকার হতে
হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদকাসক্ত ইউসুফ
হোসেনের ছেলে মেহরাব হোসেনের বিরুদ্ধে। সে পরিকল্পিতভাবে আকাশকে হত্যার
চেষ্টা করে।

জানা যায়, আকাশ তার ধার দেওয়া ২০ টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে
অভিযুক্ত মেহরাব। সে কৌশলে আকাশকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দড়ি দিয়ে
আকাশের গলায় পেঁচিয়ে দেয়। পরে তা ধরে সজোরে টানতে থাকে। একপর্যায়ে আকাশ
নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলে, তার পিঠের উপর বসে দড়ি আরও টানতে থাকে। মৃত
ভেবে আকাশকে ফেলে রেখে পালিয়ে যায় মেহরাব।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে যশোর
জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত
চিকিৎসক জানিয়েছেন, আকাশের অবস্থা আশঙ্কাজনক। তার চোখে মারাত্মক
রক্তক্ষরণ হচ্ছে, যা ভবিষ্যতে চোখ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, অভিযুক্ত মেহরাব হোসেনের পরিবার প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী
পরিবারের ওপর মামলা না করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া
গেছে। এমনকি আকাশের পরিবারকে গুম করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে
জানিয়েছে আকাশের বাবা-মা।#