ঈশ্বরদীর সদ্য কারামুক্ত বিএনপি নেতা আখতারুজ্জামান আর নেই

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি সদ্য কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা এ কে এম আখতারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকাল সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে আখতারুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়।

বিএনপি সূত্রে জানা যায়, ২০১৯ সালে বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে ট্রেনে হামলা মামলায় ফাঁসির দন্ডে দ্বন্ডিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়মী লীগ সরকারের পতনের পর হাইকোর্টেও আপিল বিভাগের রায়ে তিনি নির্দোষ খালাস পান। পওে গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন ।

ত্যাগী নেতা আখতারুজ্জামান আক্তারের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবলু এবং জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।