কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কামরুল হাসান, টাংগাইল পতিনিধি :টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শাজাহান সিরাজ কলেজের আয়োজনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, অধ্যাপক আব্দুল আউয়াল, কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মৃদুল হাসান,নিহত কলেজ ছাত্র আব্দুল আলীমের মা আকলিমা আক্তার প্রমুখ।

এসময় নিহত আলীমের মা আকলিমা আক্তার বলেন আমার ছেলেকে একজন হত্যা করতে পারেনি। কারাগারে থাকা নোমানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং হত্যার জড়িতদের বিচার দাবি করেন।

গত শনিবার ১২ এপ্রিল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে প্রাইভেট পড়তে যায় আলীম। এরপর আর বাড়িতে ফেরেননি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) কালিহাতী পৌরসভার দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্র আব্দুল আলীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলীমের মা আকলিমা আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, বুধবার (১৬ এপ্রিল) নোমান নামে এক ছাত্রকে আটক করে আদালতে পাঠানো হয়। তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট হত্যার স্বীকারোক্তি করে কারাগারে রয়েছে।