র‌্যাব-৯-এর হাতে মানব পাচার মামলার প্রধান আসামী নবাব গ্রেফতার

হাত পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বড়লেখায় মানব পাচার মামলার প্রধান আসামী সরফ উদ্দিন নবাব (৪০)-কে গত ২৬ এপ্রিল গ্রেফতার করেছে র‍্যাব-৯-এর আভিযানিক দল গত ২৬ এপ্রিল-২২.৩০ ঘটিকার সময়। জানা যায়- ধৃত সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা বড়লেখা থানার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস
উদ্দিনকে ভারতে পাচার করে ভারত থেকে তাদের হাত পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবী করে ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর
একটি আভিযানিক দল গত ২৬ এপ্রিল উক্ত থানাধীন ডিমাই বাজারে ধৃত আসামীর ফার্ণিচারের দোকান হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। সে বড়লেখা থানার মামলা নং-০৪/৬২ তারিখ-০৬/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৬/৭/৮ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর মানব পাচার মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী। গ্রেফতারকৃত সরফ উদ্দিন নবাব উক্ত উপজেলার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলী এর পুত্র।
গ্রেফতারকৃত আসামীকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।