সান্তাহারে অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারের মোটরসাইকেল চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সান্তাহারে রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিমের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২০এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টায় সান্তাহার রেলওয়ে হাসপাতাল চত্বরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আদমদীঘির সান্তাহার রেলওয়ে হাসপাতাল কলোনীর বাসিন্দা রেলওয়ে অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, গত রোববার দিবাগত রাত সাড়ে ১০ টায় তার বাসার সামনে রেলওয়ে হাসপাতাল চত্বরে তার ব্যবহৃত ঢাকা মেট্রো-হ-৬২-৫৩৯৩ নম্বর ডিসকোভার-১২৫ সিসির ব্লাক ব্লু রংয়ের মোটারসাইকেলটি রেখে বাসায় যান। কিছুপর ফিরে দেখেন মোটরসাইকেল সেখানে নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করেও পাওয়া যায়নি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান চুরি বিষয়ে অভিযোগ পাওয়া নিশ্চিত করেন।