আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২০ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার সাওইলগামী রাস্তায় বিক্রির সময় ২০পিস ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গত রোববার বিকেলে আদমদীঘির নশরতপুর ইউপির মুরইল বাজার হতে সাওইলগামী রাস্তার পাশে জনৈক ফিরোজ হোসেনের ঝুট কাপড়ের দোকানের সামনে মাদক দ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিক্ততে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও উজ্জল হোসেনকে আটক করে তাদের নিকট হতে ১০পিস করে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।#
