মো. নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের গফুরাবাদ রেল স্টেশনের পাশে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করেন এলাকাবাসী। উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। নিহত যুবক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আনারবা গ্রামের কানাই বিশ্বাসের ছেলে বাক প্রতিবন্ধী সুদিপ বিশ্বাস।
এলাকাবাসীর ধারণা, চিত্রা অথবা দ্রুতযান ট্রেন থেকে পড়ে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়। অসচেতন অবস্থায় থাকায় তার নাম পরিচয় সনাক্ত করা যায়নি সে সময়।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে গুরুতর আহত ওই অজ্ঞাত যুবককে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে যুবকের পরিচয় সনাক্তকারী আত্মীয় বিশ্বজিৎ সরকার জানায়, বাক প্রতিবন্ধী সুদীপ বিশ্বাস ১৮ই মার্চ থেকে নিখোঁজ ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে নরসিংদী থেকে তার পরিবারের লোকজন পাবনায় এসে লাশ নিয়ে যান।
