চাটমোহরে স্কাউটার মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনাঃ
পাবনার চাটমোহরে নবীন-প্রবীণ স্কাউটার মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা স্কাউটস এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে স্মার্ট স্কাউটস টীম চাটমোহর এ মিলন মেলার আয়োজনকরে। পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্কাউট দল ও বড়াল মুক্ত স্কাউট দলের সহযোগিতায় ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নবীন-প্রবীণ স্কাউটদের মিলন মেলা উৎসবেরূপ নেয়।

স্কাউটার মিলন মেলায় ঈশ্বরদীর মোঃ নওশাদ আলী (এল.টি) ২০১৯ সালের শ্রেষ্ঠ স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সাবেক উপ কমিশনার ও পাবনা জেলা স্কাউটসক মিশনার মির্জা আলী নাসির,আরিফুল হায়দার, এনামুলহক, জাহিদ হাসান, জাহাঙ্গীর আলম রানা, নজরুল ইসলাম মিলন, রশিদ নিউটন, শিক্ষক ও সাংবাদিক মো. নূরুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুসসবুর, সেকেন্দার আলী, মুকুল হোসেন, জুবায়ের হোসেন, আব্দুর রাজ্জাকসহ বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।