নাটোরে স্ত্রীর উপর রাগ করে নিজ বাড়িতে আগুন দিলেন স্বামী

নাটোর প্রতিনিধি .

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রীর ওপর রাগ করে নিজ বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছেন স্বামী আমিনুল ইসলাম (৫০)।
বৃহস্পতিবার(৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আমিনুল ইসলাম একই গ্রামের তোফায়েলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি, স্ত্রী সহ বাড়ির লোকজনের সাথে রাগ করেই এ কাজ করে আমিনুল নামে ওই ব্যক্তি। পরে আত্মীয়-স্বজনই থেকে মারধর করেছে সে বর্তমান চিকিৎসাধীন রয়েছে।