বগুড়ায় যুবদলের উদ্যোগে তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ

সঞ্জু রায়, বগুড়া:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় ৫ শতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ৩ টায় শহরের শহীদ খোকন পার্কে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী স্বরূপ প্রতিটি পরিবারকে লাচ্ছা,সেমাই, চাল, চিনিসহ নানা সামগ্রীর সমন্বয়ে এই উপহার প্রদান করা হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের পক্ষে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় তিনি বলেন, বিএনপি এই দেশের আপামর জনসাধারণের দল। বিএনপি’র প্রতিষ্ঠাতা বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান সেই সাধারণ মানুষের ভালোবাসাকে সঙ্গী করেই রাজনীতি করে যাচ্ছেন। সুদূর লন্ডনে বসেও মাহে রমজানের প্রতিটি দিন তিনি সাধারণ মানুষের ইফতারের ব্যবস্থা করাসহ চেষ্টা করে যাচ্ছেন দলের নেতাকর্মীসহ আপামর জনসাধারণের পাশে দাঁড়ানোর। শুধু তাই নয় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের জন্যেও আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ঈদ উপহার পাঠিয়েছেন তাদের অভিভাবক তারেক রহমান। এছাড়াও আহতদের মাঝে যারা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিতেও সব ধরনের উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঈদকে সামনে রেখে তারেক রহমান প্রদত্ত এই উপহার পৌঁছে দেয়ার জন্য জেলা যুবদল যে আয়োজন করেছে তিনি তার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবি সালাম ও শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বিতরণকালে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, আলী রেজা রুনু, যুগ্ম সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, রাশেদুল ইসলাম, নাহিদুর রহমান, বাবুল প্রধান, সহ-সাধারন সম্পাদক সাফিউল ইসলাম সাফিন, আনিছুর রহমান, সনি, সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ সুজন, সহ সাংগঠনিক সম্পাদক মহররম রহমান টফিন, প্রচার সম্পাদক রাশেদ রহমান, সহ প্রচার এস এম আমানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, গোলাম মোস্তফা, ঝিনুক, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারন সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কি, সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, তাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাহে রমজানের প্রতিটি দিন যুবদল পরিবার বগুড়ার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নসহ শহরের বিভিন্ন জনবহুল স্থানে সাধারণ মানুষকে সাথে নিয়ে এক কাতারে ইফতারের আয়োজন করেছেন। শুধু তাই নয় পবিত্র ঈদকে সামনে রেখে সকলের ঘরে ঈদ আনন্দ পৌঁছে দিতে ৫৫০ টি পরিবারের মাঝে তারা তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিতে পেরেছেন যা তাদের কাছেও অত্যন্ত প্রশান্তির ও আনন্দের। তারা বলেন, যুবদলের প্রতিটি কর্মী তারেক রহমানের এক একজন সৈনিক। তার নির্দেশে দেশ ও দেশের সাধারণ মানুষের কল্যাণে এমন ইতিবাচক ধারায় আগামীতেও কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।