এক সময়ের খরস্রোতা নদী ‘বড়াল’ ধীরে,ধীরে সংকুচিত হয়ে এখন মরা খালে পরিণত হয়েছে ! নদীর তলদেশে চাষ করা হচ্ছে বিভিন্ন ফসলের । এ ছাড়া নদীর দু’পারে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ী-ঘর নির্মাণ করে দখল করে চলেছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে করে নদীটির অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে। বর্তমানে নদীটি শুকিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌ চলাচল । ছবি তুলেছেন অনাবিল সংবাদের বার্তা সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক।