উৎসব মুখর পরিবেশে প্রথম বারের মত বাণী অর্চনা,অঞ্জলী ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যা,বাণী ও সুরের দেবী সরস্বতী পূজা উদযাপিত।
মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারী) সকালে ঢাক-ঢোল,শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পূজা মÐপ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয় বলেন, প্রথম বারের মত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিন্দু ধর্মালম্বী কর্মকর্তা-কর্মচারীরা মিলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। এতে কর্ম ব্যস্ততার মাঝেও সবাই এক হতে পেরে আনন্দিত।
অন্যদিকে এবার করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজা উদযাপন না হলেও পাকেরহাট সার্বজনীন প‚জা মন্ডপসহও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে স্বরস্বতী পূজা উদযাপন হয়।